দিল্লিতে গ্যাসে সিলিন্ডারের নতুন দাম
দিল্লিতে ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৬২.৫ টাকা৷ দাম কমে প্রতি সিলিন্ডারের দাম হয়ে ৫৮১.৫০ টাকা৷ অন্যদিকে ১৯ কিলোগ্রাম সিলিন্ডারের দাম ২৫৬ টাকা কমে ১০২৯.৫০ টাকা হয়ে গিয়েছে৷
মুম্বই ও চেন্নাইতে সিলিন্ডারপিছু দাম কত?
মুম্বইতে সিলিন্ডারপিছু দাম ৭১৪.৫০ টাকা। আগে এর দাম ছিল ৭৭৬.৫০ টাকা। চেন্নাইতে সিলিন্ডারপিছু দাম ৭৬১.৫০ টাকা। আগে এর দাম ছিল ৮২৬ টাকা। মুম্বইতে ১৯ কেডির সিলিন্ডারের দাম হয়েছে ৯৭৮ টাকা। চেন্নাইতে ১৯ কেজি সিলিন্ডারের নতন দাম ১১৪৪.৫০ টাকা৷
কলকাতায় রান্নার গ্যাসের দাম
এছাড়া কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডার পিছু দাম হয়েছে ৭৭৪.৫০ টাকা। আগে এর দাম ছিল ৮৩৯.৫০ টাকা। কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম হয়েছে কলকাতায় দাম কমে হয়েছে ১০৮৬.০০ টাকা।
0 Comments