রেপো রেট ৪.৪-এ নামাল আরবিআই
এদিন অর্থনীতিকে চাঙ্গা করতে ও বাজারে নগদ অর্থের যোগান বাড়াতে ৫.১৫ শতাংশ থেকে কমিয়ে রেপো রেট ৪.৪-এ নামাল আরবিআই। এর আগে পরপর দুটি ত্রৈমাসিকে রেপো রেট না কমানো হলেও বর্তমান পরিস্থিতিতে একধাক্কায় ৭৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নিল আরবিআই। তিনমাস পরও যদি এই হারেই রেপো রেট স্থিত থাকে তবে ইএমআই-এর রেটও কমবে।
করোনার প্রভাবে দেশের অর্থনীতির হাল হকিকত
এদিন লকডাউন ও করোনার প্রভাবে দেশের অর্থনীতির হাল হকিকত নিয়ে মুখ খোলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। প্রসঙ্গত, বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার একদিনে মাথায় আরবিআই গভর্নরের এই সাংবাদিক বৈঠকের উপর নজর ছিল বণিক মহল ও মধ্যবিত্তের।
মানিটরি পলিসি কমিটি বৈঠক এগিয়ে আনে আরবিআই
প্রতি দুই মাস অন্তর মানিটরি পলিসি কমিটি বৈঠকে বসে। পরবর্তী বৈঠক ছিল ৩১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সেই বৈঠক এগিয়ে আনা হয় ২৫ থেকে ২৭ মার্চ। এই বৈঠকেই রেপো রেট এবং রিভার্স রেপো রেট কমানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শক্তিকান্ত দাস।
ব্যাঙ্কের ক্রেডিট রিজার্ভ রেশিয়ো বাড়ানো হল
রেপো রেটের পাশাপাশি এদিন রিভার্স রেপো রেট কমানোর সিদ্ধান্তের কথাও ঘোষা করেন গভর্নর। রিভার্স রেপো রেট কমানো হয়েছে ৯০ বেসিস পয়েন্ট। এর ফলে এখন রিভার্স রেপো রেট হল ৪ শতাংশ। পাশাপাশি ব্যাঙ্কের ক্রেডিট রিজার্ভ রেশিয়ো বাড়ানো হয় এক ধাক্কায় ১০০ বেসিস পয়েন্ট বা ১ শতাংশ।
0 Comments